সিলেটে স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামীর যাবজ্জীবন
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০১৬, ১০:১১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটে স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামী আজির উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্র্রাপ্ত ব্যক্তি কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ গ্রামের সোনা উল্লাহর ছেলে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জুলফিকার হায়াত আসামির উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেছেন। একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজির উদ্দিনকে দেওয়া শাস্তির সত্যতা নিশ্চিত করেন সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) এ্যাডভোকেট হুমায়ূন কবীর বাবুল।