নিখোঁজের ৫৫ মাস: কী ঘটেছে ইলিয়াস আলীর ভাগ্যে?
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০১৬, ১১:১৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
অপেক্ষার প্রহর যেন ফুরোচ্ছে না কিছুতেই। ইতোমধ্যে পেরিয়ে গেছে সাড়ে চার বছরের বেশি। কিন্তু এখনো সন্ধান মিলেনি বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর। আজ বৃহস্পতিবার তার নিখোঁজের ৫৫ মাস পূর্ণ হচ্ছে। দীর্ঘ এই সময়ের মধ্যে ইলিয়াসের ভাগ্যে কী ঘটেছে, তিনি বেঁচে আছেন নাকি তার ভাগ্যে অন্য কিছু ঘটেছে- এমন প্রশ্নের উত্তর নেই কারো কাছে। তবুও সিলেট বিএনপির নেতাকর্মীদের বিশ্বাস ইলিয়াস আলী বেঁচে আছেন। সরকার আন্তরিক হলেই তারা তাকে ফিরে পাওয়া সম্ভব।
২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ ‘নিখোঁজ’ হন বিএনপির তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম. ইলিয়াস আলী। বিএনপির অন্যতম এই তুখোড় নেতার ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় উত্তাল হয়ে ওঠে সারাদেশ, ছড়িয়ে পড়ে আন্দোলন। ইলিয়াসের নিজ এলাকা বিশ্বনাথসহ গোটা সিলেট হয়ে ওঠে অগ্নিগর্ভ। আন্দোলনে প্রাণ হারান চার জন।
ইলিয়াসের সন্ধান দাবিতে এখনো সিলেটে চলমান রয়েছে আন্দোলন। বিএনপি ও অঙ্গসংগঠন এবং ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ বিভিন্ন সময়ে ইলিয়াসের সন্ধান দাবিতে বিক্ষোভ মিছিল, সভা সমাবেশ এবং দোয়া ও মিলাদ মাহফিল করে যাচ্ছে। বিএনপি নেতাকর্মীদের দাবি, ইলিয়াস আলী সরকারের হেফাজতেই আছেন। সরকার আন্তরিক হলেই ইলিয়াসকে ফিরে পাওয়া সম্ভব।
ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক আবদুল আহাদ খান জামাল বলেন, ‘ইলিয়াস আলী গুম হওয়ার পর থেকেই আমরা দাবি করে আসছি, তিনি সরকারের হেফাজতে আছেন। বিএনপির নেতাকর্মীরা এবং সিলেটবাসী মনে করেন, ইলিয়াস একদিন ফিরে আসবেন। তার সন্ধান দাবিতে যে আন্দোলন তা অব্যাহত রয়েছে, আগামীতেও চলমান থাকবে।’
এদিকে ভারত বিরোধী অবস্থানের কারণেই ইলিয়াস আলীকে গুম করে রাখা হয়েছে বলে মন্তব্য সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের। তিনি বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। একজন জাতীয় নেতাকে যদি এভাবে গুম করে রাখা হয়, তাহলে এ দেশের কোথায় গণতন্ত্র, কোথায় মানবাধিকার। ইলিয়াসকে ফিরিয়ে দেয়ার দাবি শুধু বিএনপিরই নয়, এ দাবি গোটা বাংলাদেশের মানুষের।’
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম বলেন, ‘ইলিয়াস আলী সিলেটের অত্যন্ত জনপ্রিয় জননেতা। তাকে সরকার গুম করে রেখেছে বলে আমরা মনেকরি। আমরা আশাবাদী, তাকে আমাদের মাঝে আবারও ফিরে পাবো। তার নিখোঁজের ৫৫ মাসপূর্তী উপলক্ষে আরো একবার আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, যেন তাকে ফিরিয়ে দেয়া হয়।’