বিয়ানীবাজারের দুই ইভটিজার জকিগঞ্জে আটক
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০১৬, ১১:১০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বিয়ানীবাজার থেকে জকিগঞ্জের জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এসে বিদ্যালয়ের এক ছাত্রীর সাথে ইভটিজিং করার দায়ে দুই ইভটিজারকে বুধবার সকালে আটক করা হয়েছিলো জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে।
আটককৃতরা বিয়ানীবাজারের চারখাইর দেউলগ্রামের (পাতন) ইসলাম উদ্দিনের ছেলে জাকারিয়া আহমদ (২০) ও একই উপজেলার বালিঙ্গা গ্রামের মৃত মাখন মিয়া খানের ছেলে কুয়েল আহমদ খান (২৩)।
একটি সূত্র জানায়, আটক দুই ইভটিজার একটি অটোরিক্সা সিএনজি নিয়ে বিয়ানীবাজার থেকে জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এসে মোবাইল ফোনে দশম শ্রেণীর এক ছাত্রীর সাথে ইভটিজিং করে। বিষয়টি টের পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এলাকাবাসীর সহায়তায় দুই ইভটিজারকে আটক করে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোবাশশেরুল ইসলামকে অবগত করেন। ঐদিন রাত আটটার দিকে বিদ্যালয়ের শিক্ষকরা আটক দুই ইভটিজারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোবাশশেরুল ইসলামের আদালতে হাজির করলে তিনি দুই ইভটিজারকে চার হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোবাশশেরুল ইসলাম বলেন, ইভটিজারদের কোনো ছাড় নেই। ইভটিজিংয়ে জড়িত থাকার অপরাধ প্রমাণিত হলে সে যেই হোক তার বিরুদ্ধে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।