সিলেটে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০১৬, ৯:৩২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের দক্ষিন সুরমা উপজেলায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন এক তরুণ।
বুধবার (১৬ নভেম্বর) উপজেলার লাউয়াই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম এমডি মাছুম (১৭)। তিনি দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৫ টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা একটি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক মাছুম।
পরে স্থানীয়রা নিহতে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর বলেন, দুর্ঘটনার পরই পিকআপ চালক পালিয়ে গেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।