বালাগঞ্জে হোম গার্ডেনের জন্য নারিকেল চারা বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০১৬, ৯:৫৩ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জে হোম গার্ডেন করার লক্ষে ভিয়েতনাম নারিকেলের (অপি) চারা বিতরণ করা হয়েছে। সিলেট হর্টিকালচার সেন্টারের উদ্যোগে ও বালাগঞ্জ উপজেলা কৃষি অফিসের সহযোগীতায় রবিবার বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দেড়শ জনের মধ্যে তিনটি করে নারিকেলের চারা বিতরণ করা হয়। বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিমের সভাপতিত্বে ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ্ আল জাবিরের পরিচালনায় আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতা করেন, সিলেট কৃষি অফিসের উদ্যান তথ্যবিদ ও কৃষিবিদ মোস্তফা কামাল। উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুস শহিদ দুলাল, জয়দীপ দাস ও ইউপি সচিব রঙ্গেশ দাস প্রমুখ।