শিল্পপতি রাগীব আলীর ছেলে আব্দুল হাই গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৬, ৩:২৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে পলাতক শিল্পপতি রাগীব আলীর ছেলে আব্দুল হাইকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
শনিবার (১২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের এএসপি (মিডিয়া) সুজ্ঞান চাকমা।
তিনি জানান, শনিবার দুপুর ১২ টার দিকে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আব্দুল হাইকে গ্রেপ্তার করা হয়। বিশ্বনাথ থানায় তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আব্দুল হাইকে জকিগঞ্জ থেকে বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সিলেটের তারাপুর চা বাগান দখল মামলায় রাগীব আলী ও তাঁর ছেলে আব্দুল হাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এই পরোয়ানা জারির পর সপরিবারে ভারতে পালিয়ে যান এই শিল্পপতি।