দেশের ১৬ কোটি জনসংখ্যা অভিশাপ নয়,আমাদের সম্পদ : গণ সমাবেশে শিক্ষামন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০১৬, ১০:৪৫ অপরাহ্ণ
সুরমা নিউজঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক গণ-সমাবেশের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের ১৬ কোটি জনসংখ্যা অভিশাপ নয়, সম্পদে পরিণত করেছেন জাতির জনকের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে এবং আগামী ২০২১ সালের আগেই আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হবো। শিক্ষামন্ত্রীর আরো বলেন, জঙ্গি, সন্ত্রাস ও ষড়যন্ত্র করার মাধ্যমে একটি মহল বাংলাদেশের অগ্রযাত্রাকে বারবার টেনে ধরার চেষ্টা করেছে। এদেশের সাধারণ মানুষ জঙ্গিদের কবর রচনা করেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ময়নুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ কলা ও সামসুদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন মাখন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহরিয়ার কবির সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল কাদির, চারখাই ইউপি চেয়ারম্যান মাহমদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল ও জাকির হোসেন, অধ্যাপক আব্দুল খালিক, যুক্তরাজ্য প্রবাসী আবদুস শুক্কুর, প্রচার সম্পাদক হারুনুর রশিদ দিপু, সহ দপ্তর সম্পাদক দেওয়ান মাকসুদুল আউয়াল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এড. আব্বাস উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের এবাদ আহমদ প্রমুখ।
গোলাপগঞ্জ
এদিকে, গোলাপগঞ্জ আওয়ামী লীগ আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশের সব চেয়ে বৃহৎ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পদটি আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমার মত একজন সাধারণ মানুষকে যে উপহার দিয়েছেন এ জন্য আমি ঋণী। আমি মনে করি এ সফলতা দাবিদার আমার নির্বাচনী এলাকার জনগণ। আমি এমন কাজ করিনি যা আপনাদের মান সম্মানের উপর আঘাত হানে, আগামী দিনগুলো এভাবেই কাটিয়ে দিতে চাই।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) গোলাপগঞ্জ বাস টার্মিনালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রফিক আহমদের পরিচালনায় ও থানা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালিকের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি আরো বলেন, আজ থেকে ৭ বছর পূর্বে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনা জাতির সামনে দিন বদলের যে কর্মসূচী তুলে ধরেছিলেন, তা আজ বাস্তবে পরিণত হয়েছে। আমরা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, তথ্য প্রযুক্তি, খাদ্য উৎপাদনসহ সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি।
স্বাধীনতার পর দেশি-বিদেশী ষড়যন্ত্রের শিকার হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাণ হারিয়েছিলেন। তার সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলছে, যুদ্ধাপরাধীদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারের আওতায় আনা হয়েছে। বঙ্গবন্ধুর খুনিরাও রক্ষা পায় নি, যারা দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের একই পরিণতি হবে।
সমােেবশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, বর্ষিয়ান রাজনীতিবিদ এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, ভাদেশ্বর ইউপি’র সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ ছালিক, যুগ্ম সম্পাদক, গোলাপগঞ্জ সদর ইউপির সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, চেয়ারম্যানদের পক্ষ থেকে শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এমএ মুমিত হীরা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, পৌর কাউন্সিলর রুহিন খান।