বালাগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০১৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বালাগঞ্জের পশ্চিম গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে আজ বৃহস্পতিবার সকালে একটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের তেঘরীয়া গ্রামের রুভেল দাসের দুবছরের শিশুকন্যা স্নিগ্ধ্যা পরিবারের লোকজনের অজান্তে বাড়ীর পাশের পুকুরের ধারে খেলতে গিয়ে এক পর্যায়ে পানিতে পড়ে যায়।
পরে শিশুকন্যা স্নিগ্ধ্যাকে তার বাবা-মা কোথাও দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখোঁজির এক পর্যায়ে পাশের পুকুরের পানিতে ভাসতে দেখে। তাৎক্ষণিক শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক শিশুটি দীর্ঘ সময় পানিতে ডুবে থাকার ফলেই নি:স্বাস বন্ধ হয়ে মৃত্যুবরণ করে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন।