বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, আটক ২
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০১৬, ৯:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বালাগঞ্জ উপজেলার মোরার বাজারের ২টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে।
আটককৃত দু’জন হলেন স্থানীয় সুলতানপুর গ্রামের জবেদ আলী (২৭) এবং হুসেনপুর গ্রামের জুবেল আহমদ (২৫)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে উপজেলার মোরার বাজারে রিবেন ট্রেডার্স এবং গিয়াস বস্ত্র্র বিতান ও মোবাইল টেলিকম এ দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংগঠিত হয়। এ ঘটনার সূত্র ধরে বাজারের ব্যবসায়ীসহ কমিউনিটি পুলিশের কর্মকর্তা ও এলাকার সচেতন ব্যক্তিবর্গ তৎপর হয়ে উঠেন।
এসব তৎপরতার ফলে গত মঙ্গলবার চুরির মালামাল বিক্রির সাথে সংশ্লিষ্ট একটি সূত্রের সন্ধান পাওয়া যায়। এ নিয়ে দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ফ.ম শামীম, ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক জিয়াউল হক পান্নাসহ অন্যরা ব্যাপক তৎপরতা শুরু করেন। তারপর মোবাইলে যোগাযোগের মাধ্যমে চুরির মালামাল ক্রয়ের ফাঁদ পাতা হয়।
এরপর সন্ধ্যা ৭টার দিকে মোরার বাজার সংলগ্ন এলাকা থেকে চুরির কিছু মালামালসহ জুবেলকে আটক করা হয়। পরে জুবেলের তথ্য মতে তার সহযোগীকে জবেদকে আটক করা হয়।
এ ব্যাপারে রাতে যোগাযোগ করা হলে বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।