বালাগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০১৬, ৯:৩৬ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকেলে প্রবীণ মুরব্বী আব্দুল করিমের সভাপতিত্বে ও দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউল হক পান্নার পরিচালনায় অনুষ্ঠিত সভায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ ব্যাপারে বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল জলিল, আওয়ামীলীগ নেতা মোঃ ইসরাক আলী, মোঃ সাইস্তা মিয়া যুবলীগ নেতা আব্দুর রকিব, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য রাধারাণী দাশ, সংবাদিক জিল্লুর রহমান জিলু, এম এ কাদির, বালাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল আহাদ, সিরাজুল ইসলাম আনহার প্রমুখ। বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম তালুকদার তার বক্তব্যে আইন শৃংখলায় বিঘ্ন ঘটে এমন যে কোন কর্মকান্ডের ব্যাপারে তাকে অবহিত করার জন্য উপস্থিত সবাইকে অনুরোধ জানান। তিনি বলেন, পুলিশকে এব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা করলে থানা পুলিশ এগিয়ে আসবে এবং অপরাধী কর্মকান্ড ও বাল্যবিবাহ রোধে পদক্ষেপ নেবে। এলাকায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার জন্য অন্যান্য বক্তারাও আহবান জানান।