বালাগঞ্জ জয়বাংলা সমাজ কল্যাণ সংঘের বার্ষিক সম্মেলন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০১৬, ১১:৪৮ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ উপজেলা জয়বাংলা সমাজকল্যাণ সংঘের বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গত শনিবার বিকেলে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল আবেদিন তালুকদার। জয়বাংলা সমাজকল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক জাহেদ আলী রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তুহিন মনসুর, পূর্ব পৈলনপুর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শিহাব উদ্দিন মেম্বার, সিলেট জেলা ছাত্রলীগের সহসভাপতি আবরার আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম মিজানুর রহমান, মইনুল ইসলাম ঝানুর, এসএম লিটন, এসএম তুরন, কামরুজ্জামান লিটন, জায়েদুর রহমান জায়েদ।
সম্মেলনে জহিরুল আবেদিন তালুকদারকে সভাপতি এবং জাহেদ আলী রিপনকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের উপ তথ্য ও গবেষণা সম্পাদক সিরাজুল ইসলাম রাজু, বোয়ালজুড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মজনু মিয়া মেম্বার, দেওয়ানবাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফাহাদুল ইসলাম উজ্জল, পূর্ব পৈলনপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জায়েদ আহমেদ জীবন, সাধারন সম্পাদক শেখ শাহাজান মিয়া, সহসভাপতি লায়েস আহমেদ, পূর্ব গৌরীপুর ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক শেখ শাহিনুর রহমান, আওয়ামীলীগ নেতা মির্জা রাসেল, ছাত্রলীগ নেতা খালেদ আহমদ, তোফায়েল আহমদ, লিটন আহমেদ লিখন, জুয়েল আহমদ, আলী আহমদ, জুনেদ আহমদ, রামিম আহমদ, রিপন মিয়া, জাহাঙ্গীর মিয়া, আহমেদ রুবেল, সাইফুর রহমান বেলাল, রাজীব সিং, ভুপতি চক্রবর্তী জনি, সৌরভ দেবনাথ, অর্জুন দাস, হোসেন আহমেদ প্রমূখ।