বালাগঞ্জে তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০১৬, ১১:৩৯ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে তালামীযের সদস্য প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হয়েছে। শনিবার বিকেলে তিলকচাঁনপুর-আদিত্যপুর ইসলামিয়া-মোহাম্মদিয়া আলীম মাদরাসার কনফারেন্স হলে সংগঠনের বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফিজ ইমন আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্টানে বক্তারা বলেন-আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রাহ.)’র হাতে গড়া সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। এই সংগঠনের সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য ও যুগোপযোগি পাঁচ দফা কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে ছাত্র সমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে। মেধাশুণ্য সন্ত্রাস নির্ভর ছাত্র নেতৃত্বে তালামীয বিশ্বাস করে না। সুশিক্ষিত চরিত্রবান ছাত্র সমাজ গঠনই হচ্ছে তালামীযে ইসলামিয়ার আন্দোলন। বাতিল আকিদা তথা সালাফীদের প্রতিরোধ করতে তালামীযের কর্মীরা বদ্ধপরিকর। সংগঠনের বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ জুনেদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো: ফখরুল ইসলাম। বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন, আনজুমানে আল ইসলাহ ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা ছাদিকুর রহমান শিবলী, বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা লুৎফুর রহমান সিরাজী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তহুর, সংগঠনের কেন্দ্রীয় সদস্য হাফিজ তৌরিছ আলী, পশ্চিম জেলা সভাপতি সাইফুর রহমান শুভ, সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ আলী হায়দার, জেলা আল-ইসলাহ সদস্য কাজী মাওলানা মঞ্জুর আহমদ, সাংবাদিক আবুল কালাম আজাদ, সাংবাদিক আব্দুস শহিদ, মৌলভীবাজার জেলা তালামীযের সদস্য মুহাম্মদ গৌছুজ্জামান, সংগঠনের বালাগঞ্জ শাখার সাবেক সভাপতি হাফিজ আব্দুছ ছালাম ও সংগঠনের বালাগঞ্জ শাখার শিহাব আহমদ প্রমূখ।