বালাগঞ্জে সমবায় দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০১৬, ৫:৩৮ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে বালাগঞ্জে ৪৫ তম জাতীয় সমবায় দিবস ২০১৬ পালিত হয়েছে।
আজ (৫ নভেম্বর) শনিবার সমগ্র দেশব্যাপীর ন্যায় বালাগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোভাযাত্রা, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়েছে। শেষে বিকাল ৫ ঘটিকার সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সমবায় দিবস ২০১৬ উপলক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের এমপি আলহাজ্ব মাহমুদ- উস- সামাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদাল মিয়া, সভাপতিত্ব করেন বালাগঞ্জ ইউএনও এটিএম আজহারুল ইসলাম। মহিলা কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সাদেক আলী। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাওঃ সৈয়দ আলী আজগর, সহকারী কমিশনার ( ভুমি) শাখাওয়াত হোসেন রুবেল, অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম তালুকদার, বালাগঞ্জ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিম, বিআরডিবি কর্মকর্তা আশরাফুল আলম আকন্দ, সাংবাদিক হাজী জাহাঙ্গীর আলম মুসিক রজত দাস ভুলন, শাহাবউদ্দিন শাহীন, জুলহাস আহমদ, আব্দুল আউয়াল, আবুল কালাম প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোয়াজ্জিন খায়রুল ইসলাম ও গীতাপাঠ করেন রিসোস সেন্টারের ইন্সটাক্টকটর চন্দন কুমার বনিক।