সিলেটে সিএনজি চাপায় বৃদ্ধা নিহত, আহত ৩
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০১৬, ১:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের গোয়াইনঘাটে সিএনজি অটোরিক্সার চাপায় আদরীনি রাণী চন্দ্র (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন এক শিশুসহ তিনজন। শনিবার সকাল পৌনে দশটার দিকে উপজেলার নওয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নিহত আদরীনি তার নাতনী স্থানীয় প্রত্যাশা কিন্ডারগাপের্ডনের প্লে-গ্রুপের শিক্ষার্থী শ্রাবণী রাণী চন্দ্রকে স্কুলে পৌছে দিতে বাড়ী থেকে বের হন। এসময় তারা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার পথে সিলেটগামী একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিক্সা তাদের চাপা দিলে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়।
এছাড়া তার নাতনী এবং গাড়ীতে থাকা বিদেশ যাত্রী মুহিবুর রহমান ও তার ভাই সাজ্জাদুর রহমান গুরুতর আহত হন।
স্থানীয়রা আরও জানান, চালক উপজেলার তোয়াকুল ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম বেপরোয়া গতিতে গাড়িটি চালিয়ে আসছিলেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাহাঙ্গর হোসেন সর্দার বলেন, ‘সিএনজি চাপায় একজন নিহত হয়েছেন এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’