কমিউনিটি নেতার মতবিনিময় : সাংবাদিক ও লেখকদের জন্য বালাগঞ্জে ভবন নির্মানের আশ্বাস
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০১৬, ১১:৩২ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, সাবেক ছাত্রনেতা সমাজসেবী ইশতেয়াক হোসেন দুদু বলেছেন, আমি বালাগঞ্জের সাংবাদিক ও লেখকরা এক হয়ে কাজ করলে আমার সর্বাত্মক সাহায্য সহযোগীতা অব্যাহত থাকবে। তিনি বালাগঞ্জের অতীত ঐতিহ্য পুনরুদ্বারে সবার সম্মিলিত চেষ্টা থাকতে হবে। সবাই ঐক্যবদ্বভাবে থাকলে এলাকার সামাজিক উন্নয়ন করা সম্ভব। গতকাল বৃহস্পতিরবার সন্ধ্যায় বালাগঞ্জ বাজারস্থ লতিফা কমিউনিটি সেন্টারে বালাগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিক ও লেখকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। মাওলানা সাদ উদ্দিন আহমদের মোনাজাতের মধ্য দিয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক রজত দাস ভুলন, শাহাব উদ্দিন শাহীন, শামীম আহমদ, জিল্লুর রহমান জিলু, আব্দুল হাদী, এম এ কাদির, হুসাইন আহমদ, এসএম হেলাল, আব্দুস শহীদ, মোঃ কাজল মিয়া, বিকাশ সুত্রধর, লেখকদের মধ্যে ম আ মুহিত, মাছুম আহমদ, মেজু আহমদ খান, লিটন দাস লিকন, আবুল হোসেন ইমনশাহ, ফয়ছল আহমদ জীবন, দীপ্ত দাস, সমাজসেবী মো. রফিক মিয়া, মামুনুর রশীদ সোহেল, মোঃ শাহ আলকাছ আলী, মাসুক মিয়া, শাবুল আহমদ, সোলেমান বেগ, রেজাউর রহমান, মকবুল মিয়া প্রমূখ। প্রবাসী নেতা ইশতেয়াক হোসেন দুদু আরও বলেন, প্রবাস থেকে যখন দেশের ভাল মন্দের খবর জানা যায় তখন দেশ ও মাটির কথা মনে পড়ে। এলাকার ভাল খবর শুনলে আনন্দে মনটা ভরে যায়। তিনি ব্যক্তিগতভাবে সাংবাদিক ও লেখকদের জন্য বালাগঞ্জ সদরে একটি ভবন নির্মানে সহযোগীতায় আশ্বাস প্রধান করেন। প্রয়োজনে তিনি প্রবাসীদের সহযোগীতায় নেওয়ার কথাও উল্লেখ করেন।