নির্মম নৈরাজ্যবাদের বিরুদ্ধে বালাগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০১৬, ১:৪৮ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
ব্রাম্মনবাড়ীয়ার নাসিনগর, মাধবপুর,মনতলা, সুনাগঞ্জের ছাতকে মূর্তি ভাংচুর,অগ্নিসংযোগ,ঘরবাড়িতে আগুন, লুটপাট এর নির্মম নৈরাজ্যবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। বালাগঞ্জ উপজেলা সদরে আজ ৪ নভেম্বর (শুক্রবার) সকাল ১১ টায় পশ্চিমবাজারে বাংলাদেশ হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি সম্পন্ন হয়।
মানব বন্ধনেএকাত্মতা প্রকাশ করে উপজেলা পুজা পরিষদ, ছাত্রযুব ঐক্য পরিষদ, নাম হট্র সংঘ, সনাতন সংঘ, উজ্জীবন যুব সংঘ, মন্দির উন্নয়ন সংস্থা, সৎসঙ্গ সংঘ, মদন মোহন আশ্রম কমিটি, গোপীনাথ জিউ, গোপাল জিউ আশ্রম সহ সনাতন ধর্মালম্বীরা অংশ নেন। পরে পথ সভায় সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিকের সভাপতিত্বে ও পুজা পরিষদের সাংগঠনিক সম্পাদক রজত দাস ভুলনের পরিচালনায় বক্তব্য রাখেন পুজা পরিষদের সহ সভাপতি শান্তিব্রত চৌধুরী, রাজনগর পুজা পরিষদের যুগ্মসাধারন সম্পাদক সুধেন্দু দাস অমল, ছাত্র যুব ঐক্য পরিষদের আহবায়ক নয়ন তালুকদার প্রমুখ। সভা থেকে সরকারসহ সকল মহলের কাছে ঘটনার সুষ্ট তদন্ত করে সকলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।