বালাগঞ্জে মা ইলিশ রক্ষায় আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৬, ২:৫৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের বালাগঞ্জে মা ইলিশ রক্ষা সক্রান্ত সমাপনি দিনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বুধবার বিকালে স্থানীয় বালাগঞ্জ বাজারে সভাটি অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক। মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শেখ আবু নাহীদ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল মুনিম। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউ/পি চেয়ারম্যান এম এ মতিন, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সিএ সিরাজুল ইসলাম,মৎস্য অফিসের তথ্যসংগ্রহকারী রাখাল চন্দ্র রায়,অফিস সহায়ক আব্দুস সালাম,মৎস্য বাজারের সভাপতি মাহমদ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল কালাম, ব্যবসায়ী তাবির আলী,রিপন মিয়া, আব্দুল কাদির প্রমুখ। প্রসঙ্গত মা ইলিশ রক্ষায় সারা দেশের ন্যায় গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের প্রতিটি বাজারে উপজেলা মৎস্য প্রশাসনের উদ্যোগে ইলিশ মাছ ধরা ও বিক্রি নিষেদ্ধতা জারী করে বিভিন্ন ব্যানার ফেষ্টুন বিতরণ করা হয়। ফলে গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা ও বিক্রি বন্ধ রাখেন মৎস্য ব্যবসায়ীরা। এরই লক্ষ্যে বুধবার বিকালে উপজেলা মৎস্য প্রশাসনের উদ্যোগে ব্যবসায়ীদের সাধুবাদ জানিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়।