সারাদেশের মতো সিলেটেও শুরু সপ্তাহব্যাপী আয়কর মেলা
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৬, ২:১৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সারাদেশের মতো সিলেটেও শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস।
ব্যক্তিশ্রেণির করদাতাদের কর দিতে উৎসাহী করতে সপ্তমবারের মতো এ মেলার আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সকল বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে এ মেলা চলবে।
মেলায় রাখা হয়েছে ই-টিআইএন বুথ, অনুসন্ধান কেন্দ্র, নতুন করদাতাদের সহযোগিতায় হেল্প ডেস্ক, রিটার্ন বুথ, কাস্টমস ভ্যাট স্টল এবং ব্যাংকের দু’টি বুথ। এ বছর মেলা থেকে ২০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা রয়েছে।
এতদিন জাতীয় আয়কর দিবস উপলক্ষে ১৫ সেপ্টেম্বর এ মেলার আয়োজন করা হতো। এখন থেকে ৩০ নভেম্বর আয়কর দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে কারণে নভেম্বর মাসে আয়কর মেলা আয়োজন করা হয়েছে।
সিলেট ছাড়াও ২-৫ নভেম্বর মৌলভীবাজার জেলায়, ৩-৬ নভেম্বর হবিগঞ্জ জেলায় এবং ৪-৭ নভেম্বর সুনামগঞ্জ জেলায় আয়কর মেলা অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে ৫টি উপজেলায় আয়কর মেলা অনুষ্ঠিত হবে। উপজেলাগুলোর মধ্যে সিলেটের গোলাপগঞ্জে ২ দিন, সুনামগঞ্জের ছাতক, হবিগঞ্জের মাধবপুর ও মৌলভীবাজারে শ্রীমঙ্গলে একদিন ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হবে।