নির্মম প্রবাস : যে কোন সময় চলে যেতে পারে সাধের জীবন
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৬, ৯:৫৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
এই ছবিতে কয়েকজনের রান্নার দৃশ্য দেখে গ্রাম-বাংলার কোন আনন্দ উৎসব বা পিকনিকের ছবি মনে হতে পারে। কিন্তু তা নয়। এটা স্বদেশের কোন আনন্দ উৎসব বা পিকনিক নয় ! এটা কোন এক নির্মম প্রবাস ! লিবিয়ার আল-জাওয়াইয়া হাসপাতালে কর্মরত কয়েকজন বাংলাদেশীর ছবি এটা। তারা জীবন বাঁচাতে পালিয়ে অপর এক বাংলাদেশীর আশ্রয়ে আসার পর- সেখানে গ্যাস-বিদ্যুৎ না থাকায় এভাবেই দু’মুঠো খাবারের আয়োজনে ব্যস্ত। কিন্তু রান্নাতে ব্যস্ত থাকলেও তাদের থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে একের পর এক মিসাইল হামলায় বিল্ডিং বাড়ি কেঁপে ওঠার সাথে সাথে তারাও ভয়ানক আতঙ্কে কেঁপে উঠছে বার বার।
লিবিয়ার আল-জাওয়াইয়া শহরে গত শুক্রবার সকাল থেকে শুরু হওয়া সংঘর্ষ সন্ধ্যা হতে না হতেই ভয়নক আকার ধারণ করে। পরে জাওয়াইয়া শহরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ত্রিমুখী এ সংঘর্ষ। এর আগে শুক্রবার দুপুরে রেড-ক্রিসেন্টের সদস্যরা কিছু প্রবাসীকে অন্য জায়গায় সরিয়ে নিতে সক্ষম হলেও দ্রুত সংঘর্ষ চারিদিকে ছড়িয়ে পড়ায় ২৫ জন বাংলাদেশী ছাড়াও বেশ কয়েকজন প্রবাসী শ্রমিক হাসপাতালে এবং গৃহবন্দী হয়ে পড়ে। কোন উপায় না পেয়ে আল্লাহর উপর ভরসা করে বন্দী অবস্থায় তারা রাত কাটিয়ে ভোরে কিছু সময়ের বিরতিতে সংঘর্ষের এলাকা ত্যাগ করতে সক্ষম হয়।