অন্তরঙ্গ দৃশ্য প্রসঙ্গে যা বললেন ঐশ্বরিয়া
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৬, ৪:৪২ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক:
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চনের অন্তরঙ্গ দৃশ্য বেশ কিছুদিন ধরে মুম্বাইয়ে টক অব দ্য টাউন। প্রাক্তন এই বিশ্বসুন্দরীর সঙ্গে রণবীর কাপুরের অসাধারণ রসায়ন লাখ লাখ দর্শকের নজর কেড়েছে। পর্দায় ঘনিষ্ঠ ও চুম্বন দৃশ্য নিয়ে তার ভাবনা কেমন তা জানতে আগ্রহী অনেকে। ‘জাজবা’ তারকা সম্প্রতি এ বিষয়ে নিজের অভিমত ব্যক্ত করেছেন।
এক সাক্ষাৎকারে অ্যাশ বলেন, “২০০৪ সালে ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এ কাজ করার সময় চিত্রনাট্যে চুম্বন দৃশ্য ছিলো। কিন্তু গুরিন্দরকে (পরিচালক গুরিন্দর চাধা) বলেছিলাম- আমরা চুম্বনকে এড়িয়ে যেতে পারি। কারণ তোমার গল্পে এটা গুরুত্বপূর্ণ নয়। মার্টিন হেন্ডারসন ও আমার রসায়নে মোটেই এর অভাব দেখা যাবে না।”
যোগ করে ঐশ্বরিয়া বলেন, ‘২০০৫ সালে ‘শব্দ’ ছবিতে কাজ করেছি। এতে চুম্বন দৃশ্য ছিলো না। তবে আরেক নারী নির্মাতা লীনা যাদব ঠিকই অন্তরঙ্গতা দেখিয়েছেন। আমরা বুদ্ধি খাটিয়ে এগুলোর চিত্রায়ন করেছি। তখন রসিকতার সুরে বলেছিলাম, এই দৃশ্য পশ্চিমে দেখানোর মতো আমার কাজের সারসংক্ষেপ (শো রিল) হতে পারে! চুম্বন বা এ ধরনের অন্তরঙ্গতা ছাড়া ঘনিষ্ঠ দৃশ্য ফুটিয়ে তুলতে আমার আপত্তি নেই। কারণ ভালো করেই জানি, আমার একটা চুম্বন দৃশ্য সবার মুখে কথার খই ফোটায়।’
‘ধুম টু’ ছবিতে হৃতিক রোশনের সঙ্গে চুম্বন দৃশ্য নিয়েও কথা বলেছেন ঐশ্বরিয়া। তার ভাষ্য, ‘এর কাজ করার সময় আমরা অন্যরকম কিছু চেয়েছি। তাই এতে সংলাপও জুড়ে দেওয়া হয়। এটা এমন ছিলো না যে, সংগীত বাজছে আর আমরা ঠোঁটে ঠোঁট মিলিয়েছি কিংবা হৃতিক আর আমিও একে অপরের বাহুতে ঝুঁকে পড়েছি।’
ওই ছবি মুক্তির আগেই অভিষেক বচ্চনের ঘরণী হন ঐশ্বরিয়া। এ কারণে চুমুর দৃশ্যটি নিয়ে তখন তুমুল আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সময়ের সঙ্গে সামাজিক ও ভিজ্যুয়াল স্বাচ্ছন্দ্যের ধরণ বদলায়। তাই দায়িত্বজ্ঞানের সঙ্গে ভেবে নিতে হয় কোনটা অন্যদের হতাশ করবে।’
এদিকে করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ গত ২৭ অক্টোবর মুক্তির পর থেকে সমালোচক ও দর্শক উভয়ের প্রশংসা কুড়াচ্ছে। এতে আরও অভিনয় করেছেন আনুশকা শর্মা, ফাওয়াদ খান। অতিথি চরিত্রে আছেন শাহরুখ খান ও আলিয়া ভাট।