কেন্দ্রীয় কমিটিতে জায়গা হয়নি শফিকুর রহমান ও আনোয়ারুজ্জামানের
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৬, ৭:৫১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিতে জায়গা হয়নি সিলেটের আলোচিত দুই নেতা শফিকুর রহমান ও আনোয়ারুজ্জামান চৌধুরীর। আজ ঘোষিত কমিটিতে তাদের নাম না দেখে কিছুটা হতাশ হয়েছেন তাদের নিজ এলাকার নেতাকর্মীরা। তবে বিশ্বস্থ সুত্রে জানা যায়, শফিকুর রহমান চৌধুরীকে জেলায় ও আনোয়ারুজ্জামান চৌধুরীকে যুক্তরাজ্যে আওয়ামীলীগের গুরুত্বপুর্ণ জায়গায় চান আওয়ামীলীগের শীর্ষ নীতিনির্ধাকরা।
সম্মেলনের পর ও কমিটি ঘোষনার পুর্ব পর্যন্ত তারা আলোচনায় ছিলেন ভালোমতোই। ওসমানীনগর ও বিশ্বনাথের এই দুই কৃতি সন্তানকে ঘিরে স্বপ্ন দেখেছিলেন তার অনুসারীরা । এর মধ্য সম্মেলনের প্রথম দিন সিলেট থেকে একমাত্র বক্তৃতার সুযোগ হয়েছিল শফিকুর রহমান চৌধুরীর। এতে তার অনুসারীরা ধরেই নিয়েছিলেন কেন্দ্রীয় কমিটিতে জায়গা হচ্ছে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পরিশ্রমী এই নেতার । অন্যদিকে আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে আওয়ামীলীগের গুরুত্বপুর্ন নেতা হওয়ায় দেশ বিদেশে তার অনুসারীর আশা ছিলো জায়গা পাবেন কমিটিতে। তবে এখনো আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ এখনো খালি থাকায় কমিটিতে তার থাকা নিয়ে আশান্বিত দেশ বিদেশে তার অনুসারীরা।
অন্যদিকে আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির বিভিন্ন পদে আছেন সিলেটের আবুল মাল আব্দুল মুহিত (এমপি), সুরঞ্জিত সেনগুপ্ত (এমপি), নুরুল ইসলাম নাহিদ(এমপি), অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ ও বদরুদ্দিন আহমেদ কামরান।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের মোট ৩৮ জনের মধ্যে আছেন সিলেটের আবুল মাল আব্দুল মুহিত (এমপি) ও সুরঞ্জিত সেনগুপ্ত (এমপি)। তাছাড়া সুরঞ্জিত সেনগুপ্তকে সংসদীয় বোর্ডেও রাখা হয়েছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে আছেন নুরুল ইসলাম নাহিদ(এমপি)। সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে জায়গা করলেন বদরুদ্দিন আহমেদ কামরান।