কাজলকে নিয়ে করণের নোংরা মন্তব্য
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৬, ৩:২০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু এখন আর কথাও বলেন না তারা। প্রকাশ্যে যে কোনও অনুষ্ঠানে এড়িয়ে চলতে চান একে অপরকে।
তারা কাজল এবং করণ জোহর। তাদের যে বন্ধুত্বে ফাটল ধরেছে সে খবর আগেই দিয়েছেন অজয় দেবগণ। কিন্তু এর কারণ নিয়ে এতদিন নানা মত ছিল ইন্ডাস্ট্রিতে। এত দিনে সেই কারণ নিয়েও মুখ খুললেন অজয়।
অজয় জানিয়েছেন, কাজল এবং করণের বন্ধুত্ব ভাঙার কারণ একান্ত ব্যক্তিগত। আসলে করণ বছর দেড়েক আগে এক পার্টিতে কাজলের সম্পর্কে নোংরা মন্তব্য করেছিলেন।
কাজল সে সময় উপস্থিত ছিলেন না। পরে জানতে পারেন। আর তাতেই করণের প্রতি যাবতীয় বিশ্বাস ভেঙে যায় এ নায়িকার।
সম্প্রতি এক সাক্ষাতকারে কাজল বলেন, ‘এতে আমার খারাপ লাগেনি, আমি ভেঙেও পড়িনি। আমার মনে হয় এ সবে রিঅ্যাক্ট করার জন্য আমি অনেকটাই ম্যাচিওর। প্রত্যেকের নিজস্ব মতামত রয়েছে।’
ভাঙন এমন পর্যায়ে যে করণের সদ্য মুক্তি পাওয়া ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ একটি ক্যামিও চরিত্র করতে রিফিউজ করেন কাজল। বি-টাউনের একটা বড় অংশের মতে, এই সম্পর্ক আর ঠিক হওয়ার কোনও সম্ভবনা নেই।