আলিয়াকে নিয়ে বিতর্ক
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৬, ৩:১৭ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক:
চলতি প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে আলিয়া ভাট এরই মধ্যে একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। তার বাবা বলিউডের দাপুটে প্রযোজক ও পরিচালক মহেশ ভাট। কিন্তু তারপরও বাবার নাম কিংবা খ্যাতিকে কাজে লাগিয়ে কখনও বলিউডে কাজ করতে চাননি তিনি। অডিশন দিয়ে তিনি করন জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ এ কাজ করেই বাজিমাত করেন। প্রথম এ ছবির পর যে ছবিগুলোতেই আলিয়া অভিনয় করেছেন তার সবগুলোতেই তার অভিনয় প্রশংসিত হয়েছে। তবে সম্প্রতি টুইটারে একটি বিতর্ক শুরু হয়েছে তাকে নিয়ে। একটি গ্রুপ থেকে বলা হচ্ছে আলিয়া নিজের জোরেই আজকে বলিউডে অবস্থান তৈরি করেছেন। আরেকটি গ্রুপ বলছে বাবা মহেশ ভাটের পরোক্ষ তদবিরেই আলিয়া এগিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে এখন ঝড় উঠেছে টুইটারে। আর তারই প্রেক্ষিতে এবার এর কড়া জবাব দিলেন আলিয়া। তিনি টুইট করে লিখেছেন, আমি অত্যন্ত আত্মবিশ্বাসী একজন মানুষ। আমাকে কোন বিতর্কে জড়িয়ে দাবানো যাবে না। আর আমি বিষয়টি নিয়ে কথাও বলতে চাই না। শুধু চাইবো শুভাকাঙ্খিরা সব সময় আমার পাশে থাকবেন। আর সমালোচকরা সমালোচনা করবেনই। আর কোন কাজতো তাদের নেই!