আয়নাবাজি সিনেমার পাইরেসি চক্রের একজন গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৬, ১০:২১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
আয়নাবাজি সিনেমার পাইরেসি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এর সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। তার নাম আতিকুর রহমান অভি। গতকাল রাতে বাড্ডা এলাকায় এক অভিযানে গ্রেপ্তার করা হয় অভিকে। তার কাছ থেকে পাইরেসির কাজে ব্যবহৃত একটি সার্ভার ও দুটি হার্ড ডিস্ক উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
উল্লেখ্য, গত ৩ শে সেপ্টেম্বর ঢাকাসহ সারা দেশে মুক্তি পায় অমিতাভ রেজার প্রথম সিনেমা আয়নাবাজি। মুক্তি পাওয়ার পর সিনেমাটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। মুক্তির বেশ কিছুদিন পরেই আয়নাবাজি ছবিটি পাইরেসির সম্মুখীন হয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এর সাইবার ক্রাইম টিম বিষয়টি নিয়ে অনুসন্ধানে মাঠে নামে। এছাড়া ডিএমপির অফিসিয়াল ফেসবুক পেজে পাইরেসিকারীদের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়। পরবর্তীতে সিটির সাইবার ক্রাইম ইউনিটের একটি দল বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে অভিকে আটক করে।