বিমানবন্দরে মিসবাহ সিরাজকে সংবর্ধনা দেবে সিলেট আওয়ামী লীগ
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৬, ৯:৩৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
তৃতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত হয়েছে।
গতকাল মঙ্গলবার সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের এক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
আগামী ২৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকার সময় সিলেট ওসমানী বিমানবন্দরে মিসবাহ সিরাজকে সংবর্ধনা দেওয়া হবে বলে নিশ্চিত করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। তিনি জানান- আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ওসমানী বিমানবন্দরে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হবে। সাংগঠনিক সম্পাদক পদে তৃতীয় বারের মতো মনোনিত হন মিসবাহ সিরাজ।
তিনি ছাড়াও সাংগঠনিক সম্পাদক পদের দায়িত্ব পাওয়া অন্য সাতজন হলেন আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাসিম, একেএম এনামুল হক শামীম, আবু সাইদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।
এর আগে সম্মেলনের দ্বিতীয় দিনে ২৩ সদস্যের নাম ঘোষণা করা হয়। আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব নাম ঘোষণা করেন।