বালাগঞ্জে ৫ লক্ষ টাকার কৃষি ঋন বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৬, ৬:৪৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
অগ্রনী ব্যাংক বালাগঞ্জ শাখার উদ্যোগে ৩৫ জন কৃষকের মধ্যে প্রায় ৫ লক্ষ টাকার কৃষি ঋন বিতরণ করা হয়েছে।
‘স্বাধীন স্বনির্ভর বাংলাদেশ, কৃষক শ্রমিক জনতার উচ্ছলতায় সমৃদ্ধ হোক উন্নত দেশ’ এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৫ অক্টোবর) ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অগ্রনী ব্যাংক বালাগঞ্জ শাখার ব্যবস্থাপক দিবালোক মন্ডল।
ব্যাংকের বোয়ালজুড় বাজার শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক সিলেট পশ্চিম অঞ্চল ও অঞ্চল প্রধান আজিজুল হক, বিশেষ অতিথির বক্তৃতা করেন, বালগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান আব্দুল মুনিম, ব্যাংকের গোয়ালাবাজার শাখার ব্যবস্থাপক বিপ্লব দাস, সাংবাদিক শামীম আহমদ, ব্যাংকের বালাগঞ্জ শাখার কর্মকর্তা নাসিম আহমদ, সঞ্জয় দত্ত, ইউপি সদস্য জয়দীপ দাস, রিয়াদ আহমদ প্রমুখ। প্রকাশ্যে এই কৃষি ঋন বিতরণ অনুষ্টানে ঋন গ্রহনকারী কৃষক, বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি