নগরীর মদিনা মার্কেট থেকে মানব পাচার সিন্ডিকেটের সদস্য আটক
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৬, ৮:১৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট নগরীর মদিনা মার্কেট থেকে আদনান হাবিব আনসারী (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আদনান মানব পাচার সিন্ডিকেটের সদস্য বলে দাবি র্যাবের। তিনি বিমানবন্দর থানার ঘুর্নি আবাসিক এলাকার বাসিন্দা।
সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব-৯। আদনান হাবিব মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে চট্টগ্রাম মহানগর পুলিশের পতেঙ্গা মডেল থানার দায়েরকৃত মামলার (নং-০৮, তারিখ -১৪/১০/১৬ ইং) পলাতক আসামী।
র্যাব-৯ জানায়, আদনান র্দীঘদিন যাবৎ বিদেশে গমনেচ্ছুক সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছেন। গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন বলেও জানায় র্যাব। তাকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।