বালাগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ৫০ হাজার টাকার বৃত্তি প্রদান
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৬, ১০:৫৩ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জে কওমী মাদ্রাসাভিত্তিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২৫জন শিক্ষার্থীর মধ্যে ৫০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আলহাজ্ব শফিকুর রহমান খান এতিম এন্ড গরিব সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এ বৃত্তি ও সনদ প্রদান করা হয়। বৃত্তি পরীক্ষায় উপজেলার ১০টি কওমী মাদ্রাসার ৪র্থ ও ৫ম শ্রেণীর ১শ ২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
গত বৃহস্পতিবার বিকালে স্থানীয় নিজ গহরপুর দারুল উলুম নূরানিয়া মাদ্রাসায় আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জামেয়া ইসলামিয়া আনোয়ারুল উলুম উমরপুর বাজার মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা মুখলিছুর রহমান কিয়ামপুরী। সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি ও রায়পুর মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুশ শহীদ।
ট্রাস্টের সচিব হাফিজ মাওলানা সালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুল হাই বাহুবলী, মাওলানা মুুহিবুর রহমান, জামিয়া মুহাম্মদিয়া আরাবিয়া বিশ্বনাথ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মির্জা আনোয়ার বেগ, বিশ্বনাথ উপজেলা মসজিদের খতিব মুহাদ্দিস মাওলানা নেজাম উদ্দিন, মাওলানা জিয়াউর রহমান, জামিয়া ইসলামিয়া রায়পুর মামরকপুর টাইটেল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল কাদির, মাওলানা আবু হানিফা, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা সামসুল ইসলাম, মাওলানা আবুল হুসাইন, নিজ গহরপুর দারুল উলুম নূরানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মইন উদ্দিন আহমদ, মাওলানা মশকুর আহমদ, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা জাকির হুসাইন, মাওলানা আবু ইউছুফ, হাফিজ আব্দুল জলিল, শিক্ষক বাবরু মিয়া প্রমুখ।