ঐশ্বরিয়ার মেয়ের বাবা রণবীর!
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৬, ৬:৫৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ঐশ্বরিয়ার মেয়ের বাবা রণবীর! অভিষেক নন, আরাধ্যার বাবা হচ্ছেন রণবীর কাপুর! অবাক হচ্ছেন? বিষয়টা ঠিক কী? তাইলে ঐশ্বরিয়া রায়ের নিজের মুখেই শুনুন আসলে ঘটনা কী।
ঐশ্বরিয়া বলেন, একদিন অভিষেকের মতো টুপি আর জ্যাকেট পরে বসেছিল রণবীর। সে সময় আমার মেয়ে আরাধ্যা বুঝতে পারেনি। রণবীরকে বাবা ভেবে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এরপর নিজের ভুল বুঝতে পেরে হেসে ওঠে সে।
ঘটনার অনেক দিন পর এ কথাটি শেয়ার করলেন ঐশ্বরিয়া।
তিনি বলেন, রণবীরের সঙ্গে আরাধ্যার দারুণ বন্ধুত্ব। রণবীরকে মাঝে মধ্যে সে ‘আর কে’ বলেও ডাকে। শুটিংয়ের অবসরে আরাধ্যার সঙ্গে সময় কাটান রণবীর।
সম্প্রতি আলোচনায় রয়েছেন ঐশ্বরিয়া-রণবীর। তার কারণ হচ্ছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি। এতে এই দুই বলিউড তারকা অভিনয় করেছেন। এ ছাড়াও বিভিন্ন ফটোশুটে ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছে এই জুটিকে।