পাকিদের নিয়ে আর ছবি বানাবেননা করণ জোহর
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৬, ১০:৫৯ অপরাহ্ণ
বিনোদন ডেস্কঃ পাকিস্তানি শিল্পীদের নিয়ে আর ছবি করবেন না বলে জানিয়েছেন বলিউডের চিত্র পরিচালক করণ জোহর। করণের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ পাক অভিনেতা ফাওয়াদ খানের অভিনয় করা নিয়ে নানাবিধ চাপ-হুমকি চলছে ছবি মুক্তির দিন দশেক আগেও। এই পরিস্থিতিতে আচমকা নীরবতা ভেঙে পরিচালকের এই ভিডিও বিবৃতিতে কার্যত মুচলেকার সুর দেখছেন অনেকে। যেখানে ছবিটির মুক্তিতে সব বাধা দূরে সরিয়ে রাখার আর্জিও জানিয়েছেন করণ।
এক ভিডিও বার্তায় করণ বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে আমি কেন চুপ করে ছিলাম, তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। কিছু মানুষ মনে করছেন, আমি ভারত-বিরোধী। তাদের এই মনোভাবে অত্যন্ত আঘাত পেয়েছি। তাই কিছু বলতে পারিনি।’
করণ জানিয়েছেন, তার কাছেও সব কিছুর আগে দেশ। তবে তিনি মনে করেন, গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে যখন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর শুটিং হয়েছে, তখন পরিস্থিতি একেবারেই আলাদা ছিল। পড়শি দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক তৈরির চেষ্টা চলছিল। সেই চেষ্টাকে তিনি সম্মান করেন।
উরিতে পাক জঙ্গিদের হামলা ও তার পরে ভারতের পাল্টা সার্জিক্যাল স্ট্রাইকের পরে দু’দেশের মধ্যে সম্পর্কের সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে।
করণের বক্তব্য, এখনকার যে আবেগ, তাকেও তিনি সম্মান করেন। এবং এ ক্ষেত্রে তার অনুভূতিও পৃথক কিছু নয়। এর পরেই তার মন্তব্য— ‘এখন যা পরিস্থিতি তাতে অবশ্যই আমি প্রতিবেশী দেশের শিল্পীদের নিয়ে কাজ করব না।’