ফাঁসির পর জেএমবি নেতা আসাদুল ইসলাম আরিফকে বাগেরহাটে দাফন
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০১৬, ১২:০১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ফাঁসির পর জেএমবি নেতা আসাদুল ইসলাম আরিফকে বাগেরহাটে দাফন করা হয়েছে।
জেলার মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের উত্তরকান্দি কবরস্থানে রোববার রাত দেড়টায় দাফন করা হয় বলে জানান মোল্লাহাট থানার ওসি খায়রুল আনাম।
আরিফ উত্তরকান্দি গ্রামের কাওসার মোল্লার জামাতা। তার শেষ ইচ্ছা অনুযায়ী শ্বশুরের আবেদনের ভিত্তিতে প্রশাসন এ গ্রামেই তাকে দাফন করে।
ওসি বলেন, রোববার রাত সাড়ে ১০টায় খুলনা জেলা কারাগারে আরিফের ফাঁসি হয়। সেখানে ময়নাতদন্ত শেষে কারা কর্তৃপক্ষ লাশ তার স্ত্রী খাদিজা বেগমের কাছে হস্তান্তর করে।
“আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।”
উদয়পুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামরুজ্জামান মোল্লা বলেন, লাশ গ্রামে আনার পর কবরস্থানের সামনে জানাজা হয়। পরে পুলিশি পাহারায় দাফন হয়।
২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠি জেলার জ্যেষ্ঠ সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। ২০০৬ সালের ২৯ মে হত্যা মামলার রায়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহম্মেদ ৭ জনের ফাঁসির আদেশ দেন। তাদের মধ্যে ছয়জনের ফাঁসি হয় ২০০৭ সালের ২৯ মার্চ: জেএমবির তৎকালীন শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, ইফতেখার হোসেন মামুন, খালেদ সাইফুল্লাহ ওরফে ফারুক, শায়খ আবদুর রহমানের ভাই আতাউর রহমান সানি, জামাতা আবদুল আউয়ালের ফাঁসি হয়েছে।
আরিফুল উচ্চ আদালতে আপিল করেন। চলতি বছর ২৮ অগাস্ট উচ্চ আদালত তার মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে।