ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ” ইসলামিক স্টাডিজ সেন্টার”: জুনাইদ কিয়ামপুরী
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৬, ১১:৪৪ অপরাহ্ণ
২০১১ সালে প্রথমবার যখন ইংল্যান্ড সফরে গিয়েছিলাম।তখন আল্লাহর রহমতে গ্রেট বৃটেনের গর্ব অক্সফোর্ড ইউনিভার্সিটি দেখার সুযোগ হয়েছিল।আমি অত্যাশ্চর্য হয়ে লক্ষ করলাম ; সেখানে ” ইসলামিক স্টাডিজ সেন্টার” নামে একটি সেন্টার রয়েছে।
খুঁজ নিয়ে জানলাম,এই সেন্টারের প্রতিষ্ঠাতা হচ্ছেন মুফাক্কিরে ইসলাম সৈয়দ আবুল হাসান আলী নদভি রহ.।ভাবলাম; একজন কওমির আলিমের দৌড় যে কতদূর! সবাই কি তা অনুমান করতে পারে!!
শায়খুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহ। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটিতে হাদিসের সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ সহিহ আল বোখারির দরস দিয়েছেন দীর্ঘদিন। তাঁর অসাধারণ বিশ্লেষণক্ষমতা দেখে প্রোফেসররা পর্যন্ত বিস্ময়বিমুগ্ধ হয়ে তাকিয়ে থাকতেন। কওমির সার্টিফিকেটধারী একজন আলিম কতদূর পর্যন্ত বিজয়ী! ভাবতে ভালো লাগে!
ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রাহিমাহুল্লাহ।মিশরের আন্তর্জাতিক উলামা কনফারেন্সে যোগ দিলেন।পাশ্চাত্যের আগ্রাসন ও আধুনিকতার মুকাবিলায় আলিমদের করণীয় কী হতে পারে? এব্যাপারে এত চমৎকার যুক্তিসিদ্ধ বক্তব্য দিলেন যে,বিভিন্ন দেশ থেকে আসা উপস্থিত বড় বড় ইসলামিক স্কলারগণ তাঁর সিদ্ধান্ত অবনত মস্তকে মেনে নিলেন।আপত্তি জানালেন কেবল একজন। ইসলামিয়াত বিষয়ে যাঁর রয়েছে একাধিক ডক্টরেট ডিগ্রী। তিনি তর্ক শুরু করে দিলেন হজরতের সঙ্গে ।কথার এক পর্যায়ে ফখরে বাঙ্গাল বললেন: ” আপনার নিজের বডির মধ্যেই ইসলাম নেই, আপনি কীভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন?” ডক্টর জানতে চাইলেন: কেন? আমার মধ্যে ইসলাম বিরোধী কি দেখলেন”?
ফখরে বাঙ্গাল বললেন, আপনে একজন আলিম! আপনার মুখে দাঁড়ি নেই কেন? ডক্টর বললেন: ﻳﺎﺷﻴﺦ ! ﮬﻞ ﺍﻹﺳﻼﻡ ﻣﻌﻠﻖ ﻓﻲ ﺍﻟﻠﺤﻴﺔ؟ ( হালিল ইসলামু মুয়াল্লাকুন ফিল লিহইয়াতি?) ইসলাম কি দাঁড়িতে লটকানো? ফখরে বাঙ্গাল বললেন: ” ﻻ ! ﺑﻞ ﺍﻟﻠﺤﻴﺔ ﻣﻌﻠﻖ ﻓﻲ ﺍﻻﺳﻼﻡ [ লা! বালিল লিহইয়াতু মুয়াল্লাকুন ফিল ইসলাম।] না! ইসলাম দাঁড়িতে লটকানো নয়, তবে দাঁড়ি অবশ্যই ইসলামে লটকানো। ”
উত্তর শুনে ডক্টর সাহেব থ’ হয়ে গেলেন।কোনো উত্তর খুঁজে পেলেন না।
ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব সেদিন বুঝিয়ে দিয়েছিলেন, কওমি মাদ্রাসার ডিগ্রীর কাছে বিশ্ববিদ্যালয়ের হাজারো ডক্টরেট ডিগ্রী কেমন ম্লান হয়ে উজ্জ্বল্য হারায়।
কী বুঝলেন?
সনদ সার্টিফিকেট কিছুই নয়, আসল হলো যোগ্যতা!!