সিলেট হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত
প্রকাশিত হয়েছে : ১:৪২:৪১,অপরাহ্ন ১০ অক্টোবর ২০১৬
সুরমা নিউজ:
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, সাম্প্রদায়িক ঐক্যের কারনে বাংলাদেশ বিশ্ব দরবারে প্রশংসনীয়। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে কিন্তু যখনই প্রতিটি ধর্মের ধর্মীয় উৎসব শুরু হয় তখন সবাই মিলে সে উৎসবে অংশগ্রহন করে। আর সিলেট হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
রোববার শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে সিলেটের রামকৃষ্ণ মিশনর পূজা পরিদর্শন করছেন সিলেট সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রী স্বামী চন্দ্রনাথ মহারাজ, মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক তপন মিত্র, শ্রম বিষয়ক সম্পাদক জুবায়ের খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, মহানগর পূজা উদযাপন পরিষদের রজত কান্তি গুপ্ত, আওয়ামী লীগ নেতা সাজুওয়ান আহমদ, যুবলীগ নেতা মেহদী কাবুল, কয়েস উদ্দিন, মঞ্জুর আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা জয়দ্বীপ, ধঞ্জজয় দাস ধনু, জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুল কবির নেওয়াজ প্রমুখ।