দেওয়ান আব্দুর রহিম কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০১৬, ৬:১৭ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ উপজেলার দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার(৬ অক্টোবর) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলেজ গভর্ণিংবডির সদস্য আ.ফ.ম শামীম। সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মুনিম।
কলেজের প্রভাষক সালেহ আহমদ ও শিক্ষক রিপন চন্দ্র বর্মণের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিংবডির সদস্য আব্দুল জলিল বেলাল, তজমুল আলী, হারুন মিয়া, সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান, বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, শিক্ষক শ্যাম সুন্দর রায়, আতাউর রহমান, জেসমিন বেগম, জাহাঙ্গীর চৌধুরী, আনোয়ার হোসেন, অসিত চন্দ্র দাস, কলেজের প্রভাষক জাকারিয়া টিপু, প্রভাষক বাদশা লিটন, প্রভাষক রওশন জাহান মিলা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে আ.ফ.ম শামীম বলেন, মনোযোগ সহকারে পড়ালেখা করে আজকের শিক্ষার্থীদের আগামীদিনের আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠতে হবে। এ জন্য নিরলস চেষ্টা চালিয়ে যেতে হবে। পাশাপাশি দেশপ্রেম, সত্য ও ন্যায়ের প্রতি আনুগত্য রেখে সুস্থ সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে হবে। তিনি বলেন, খেলাধুলা শুধুই খেলাধুলা নয়, খেলাধুলা এখন জাতীয় ও আন্তর্জাতিক পরিচিতি অর্জনের সাথে সাথে নিজেদের উজ্জ্বল ব্যক্তিত্ব গঠনের সুযোগ সৃষ্টি করে।