পেরিয়ে গেছে ৬৫ ঘণ্টা, অপরিবর্তিত খাদিজার অবস্থা
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০১৬, ২:০৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক, স্কয়ার থেকে:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় গুরুতরভাবে জখম খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শুক্রবার (০৭ অক্টোবর) বেলা ১২টার দিকে চিকিৎসকরা জানান, ৭২ ঘণ্টা শেষ না হওয়ার পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। যদিও ইতোমধ্যে ৬৫ ঘণ্টা পেরিয়ে গেছে।
তবে চীন থেকে আসা নার্গিসের বড় ভাই শাহিন আহমেদ বলেছেন, তার অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে, আশা করি ৭২ ঘণ্টার মধ্যে ভালো কিছু শুনতে পারবো।
এদিকে স্কয়ার হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, যদি সন্ধ্যার মধ্যে অর্থাৎ ৭২ ঘণ্টার পরে তার (নার্গিস) একটু উন্নতি লক্ষ্য করা যায়, তাহলে আমাদের প্রথম কাজ হবে তার সিটি স্ক্যান করে মাথার সার্বিক অবস্থা লক্ষ্য করা।
নার্গিসকে নতুন করে পর্যবেক্ষণের সময়সীমা ২৪ ঘণ্টা বাড়তে হতে পারে বলেও জানান নাম ওই চিকিৎসক।
মাথায় দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের পর মঙ্গলবার (০৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে নার্গিসকে পর্যবেক্ষণে রাখা হয়। শুক্রবার সন্ধ্যায় শেষ হচ্ছে পর্যবেক্ষণে রাখার ৭২ ঘণ্টা।