হ্যাকারের কবলে কারিনা
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৬, ৬:০১ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক:
বলতে গেলে এ ঘটনা বড়ই বিচিত্র। শিগগিরই মা হতে চলেছেন তিনি। তাই সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় তাকে। কিন্তু সম্প্রতি তার সঙ্গে যা ঘটল, তাতে কারিনা কাপুর নিজেই তাজ্জব। কারিনার ইনকাম ট্যাক্স অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছে এক হ্যাকার। এই অ্যাকাউন্ট থেকেই আয়কর বিভাগের ওয়েবসাইট অ্যাকসেস করা যেত। সেই হ্যাকার কারিনার অ্যাকাউন্ট হ্যাক করে কারিনারই আয়কর ভরেছেন। এ ঘটনা ঘটার পরেই কারিনা মুম্বই পুলিশের সাইবার সেল ডিপার্টমেন্টে অভিযোগ দায়ের করেছেন, যার ফলস্বরূপ পুলিশ তদন্তও শুরু করে দিয়েছে। পুলিশের ধারণা, হ্যাকার কোনওভাবে তার প্যান নম্বর খুঁজে পেয়ে গিয়েছিল এবং তা ব্যবহার করেই তার অ্যকাউন্ট হ্যাক করা সম্ভব হয়েছে। এদিকে হ্যাকারের কবলে পড়ায় বেশ ভয়ই পেয়ে গিয়েছেন কারিনা। এ বিষয়ে তিনি বলেন, এমন হ্যাকারের কবলে পড়তে হবে ভাবিনি। নিরাপত্তার জন্য যা যা করার সবই করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত হ্যাক হলো এ অ্যাকাউন্ট। তবে পুলিশের কাছে অভিযোগ করেছি, তারা তদন্ত করছে। আশা করছি হ্যাকারকে বের করে দ্রুতই শাস্তি দেবে।