বালাগঞ্জ উপজেলা হিন্দু যুব মহাজোট শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৬, ৫:৪৩ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের অস্থায়ী কার্যালয়ে সোমবার দুপুর ১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বালাগঞ্জ উপজেলা হিন্দু যুব মহাজোট শাখার ৫২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। সিলেট জেলা হিন্দু মহাজোটের সভাপতি এড. মিলন ভট্টাচার্য্য শান্ত লাল দাসকে সভাপতি ও অনন্ত চন্দ্র দাস কে সাধারণ সম্পাদক করে বালাগঞ্জ যুব মহাজোটের কমিটির অনুমোদন দেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক রাজ কুমার দাস, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক এড. গংগেশ চন্দ্র দাস, যুব মহাজোট সিলেট জেলা শাখার সভাপতি এড. রঞ্জু দেবনাথ, বালাগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি বাবু নীলমনি ধর ও গোলাপগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। – প্রেসবিজ্ঞপ্তি।