ওসমানীতে মেডিকেল কলেজের সামনে বজ্রপাতে ২ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সীমানার মধ্যে দুই ব্যক্তি দাঁড়িয়ে গল্প করছিলেন। এসময় বজ্রপাতে তারা মাটিতে লুটিয়ে পড়েন।
আশপাশের লোকজন তাদেরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে একজন আবদুল মুকিত তার ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন। তার ছেলে বর্তমানে হাসপাতালের ৫ম তলায় ভর্তি। অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।