কী এমন হলো?
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৬, ১২:৩৩ পূর্বাহ্ণ
বিনোদন ডেস্ক:
বলিউডের ভাইজানখ্যাত সালমান খানের প্রেমকাহিনী সব সময়ই বলিউডের হট টপিক। সেই প্রেমেই এবার ভাঙন ধরেছে। বি-টাউনে জোর গুঞ্জন ভাঙন ধরেছে সালমান-লুলিয়ার সম্পর্কে। কিন্তু কী এমন হলো? যাতে এই সম্পর্ক শেষ হয়ে গেল? দিন কয়েক আগেও শোনা গিয়েছিল আগামী ১৮ই নভেম্বর বিয়ে করতে চলেছেন সাল্লু এবং লুলিয়া। কিন্তু সেই সম্পর্ক থেকে নাকি পিছিয়ে এসেছেন রোমানিয়ান এ অভিনেত্রী! সূত্রের খবর, লুলিয়ার মনে হয়েছে, তাকে দেয়া বেশ কিছু কমিটমেন্ট রাখেননি সালমান। আর সে কারণেই এই সম্পর্কে আর রাখতে চান না তিনি। তাই ভারত থেকে নাকি নিজের দেশ অর্থাৎ রোমানিয়ায় ফিরে গেছেন। খুব তাড়াতাড়ি আর ভারতে ফেরারও পরিকল্পনা নেই তার। সব মিলিয়ে বলি পাড়ায় এখন তুমুল আলোচনা শুরু হয়েছে এ নিয়ে।