পর্নোগ্রাফিতে আসক্ত ঢাকার ৭৭ ভাগ স্কুলগামী শিশু
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৬, ১১:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
স্কুলগামী শিশুদের প্রায় ৭৭ ভাগ পর্নোগ্রাফি দেখে। বাণিজ্যিকভাবে তৈরি পর্নোগ্রাফির চেয়ে ব্যক্তিগত সম্পর্ক ঘিরে তৈরি পর্নো ভিডিও মানুষ বেশি দেখছে। বেশিরভাগ ক্ষেত্রে দেশে তৈরি এই পর্নোগ্রাফিগুলোয় যাদের ভিডিও দেখানো হচ্ছে তাদের বয়স ১৮-এর কম। অভিভাবকদের অসচেতনতা ও শিশুর প্রতি জীবনদক্ষতার অভাবেই পর্নোগ্রাফির ঝুঁকি বাড়াচ্ছে।
শনিবার সকালে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে শিশু পরিস্থিতি, সংবাদপত্র বিশ্লেষণ ও বিশেষজ্ঞ অভিমত’ উপস্থাপন করে। তাতেই এসব তথ্য জানা যায়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের শিশু সুরক্ষা কার্যক্রমের কর্মসূচি সমন্বয় সমন্বয়ক আবদুল্লাহ আল মামুন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থাটির নির্বাহী পরিচালক শাহীন আনাম, পরিচালক ড. তোফায়েল আহমেদ, বোর্ড সদস্য পারভীন মাহমুদ প্রমুখ।
আবদুল্লাহ আল মামুন বলেন, ঢাকার ৫০০ স্কুলগামী শিক্ষার্থীর ওপর পরিচালিত জরিপে দেখা গেছে ৭৭ ভাগ শিশু নিয়মিত পর্নোগ্রাফি দেখছে। তারা সুস্থ যৌন শিক্ষার বিপরীতে বিকৃত যৌন শিক্ষার মধ্য দিয়ে বেড়ে উঠছে।
অনুষ্ঠানে শাহীন আনাম বলেন, শিশুরা এখন পর্নোগ্রাফি ও সাইবার ক্রাইমের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। এক্ষেত্রে পরিবারকে সতর্কতা অবলম্বন করতে হবে।
তিনি বলেন, শিশুদের সুরক্ষা শুধু একার পক্ষে সম্ভ নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারকে শিশু সুরক্ষার মূল দায়িত্ব নিতে হবে। সর্বোপরি সমন্বিত প্রচেষ্টায় শিশুকে সুরক্ষিত রাখতে হবে। তিনি ২০১৫ সালকে শিশুদের জন্য ভয়াবহ একটি বছর বলেও মন্তব্য করেন।