অভিনেত্রী মৌসুমী হামিদের ফেসবুক আইডি এখন হ্যাকারদের হাতে
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১০:২৬ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক:
অভিনেত্রী মৌসুমী হামিদের নিজস্ব ফেসবুক আইডি হ্যাক হয়েছে। গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মৌসুমীর আইডিটি হ্যাকাররা দখল করে নেয়।
মৌসুমী হামিদ বলেন, “ফেসবুক আইডি হ্যাক হওয়ায় আমি খুব অস্বস্তিতে আছি। মিডিয়ার সবার সঙ্গে ফেসবুকের মাধ্যমে নিয়মিত যোগাযোগ হতো। কিন্তু এখন আর সেটা পারছিনা।”
মৌসুমী হামিদের ফেসবুক আইডিতে ফলোয়ার সংখ্যা ছিল ২ লাখ ১০ হাজারেরও বেশি।
তিনি বলেন, “যেহেতু ফেসবুকে আমার আইডিটি হ্যাক হয়েছে, তাই এই আইডি থেকে কোনো ছবি কিংবা স্ট্যাটাস পোস্ট হলে এর দায় আমার না। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি।”