সাংবাদিক শামীমের দাদীর মৃত্যুতে সুরমা নিউজ”র শোক
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১২:০০ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ দৈনিক যুগান্তরের বালাগঞ্জ প্রতিনিধি, সুরমা নিউজ”র বিশেষ প্রতিনিধি সাংবাদিক শামীম আহমদের দাদী আপ্তাবান বিবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সুরমা নিউজ পরিবার। মরহুমার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
আপ্তাবান বিবি আজ বুধবার সকাল ১০টায় তার নিজ বাড়ী বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রিফাতপুর গ্রামে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন । মৃত্যুকালে তিনি ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমার জানাযার নামাজ আজ বুধবার বাদ আসর দক্ষিণ রিফাতপুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।