ছয় বছর পর সিনেমায় জুটি হলেন মৌসুমী ও ওমর সানি
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১২:৫১ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক:
প্রায় ছয় বছর পর আবার সিনেমায় জুটি হলেন মৌসুমী ও ওমর সানি। বদিউল আলম খোকন পরিচালিত ছবির নাম ‘হারজিৎ’ । এ ছবিতে তাঁরা অভিনয় করবেন স্বামী-স্ত্রীর ভূমিকায়। এরই মধ্যে শুরু হয়ে গেছে ছবিটির শুটিং।
বছর খানেক আগে মৌসুমী ও ওমর সানি একসাথে কাজ করেছিলেন ‘ভালোবাসবই তো’ নামের একটি ছবিতে। তবে সেই ছবিতে তাঁরা দুজন জুটি হিসেবে ছিলেন না।
ওমর সানি বলেন, “বহুদিন পর অনেক তারকার সম্মিলনের একটি ছবিতে কাজ করছি আমরা দুজন। খোকন তো নিঃসন্দেহে অনেক ভালো একজন নির্মাতা। ভালো কিছু অবশ্যই হবে।”
মৌসুমী বলেন, “আমাদের সময়ে যে ধরনের ছবি নির্মিত হতো, সেখানে দেশের মানুষের গল্প উঠে আসত। দর্শকেরাও আমাদের চারপাশের গল্পের ছবি দেখতে চান। সেটি চলচ্চিত্রে অনুপস্থিত বলেই দর্শক হলবিমুখ হচ্ছেন।”
উল্লেখ্য, মৌসুমী ও ওমর সানি সর্বশেষ জুটি হয়ে অভিনয় করেছিলেন রাজু চৌধুরীর “সাহেব নামের গোলাম” নামের ছবিতে।