সুনিধির গানে ঠোঁট মেলালেন ববি
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ৫:২৮ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক:
অনেকদিন পর বড় পর্দায় নিজের ছবি নিয়ে হাজির হচ্ছেন ববি। সামনেই মুক্তি পাবে তার অভিনীত ছবি ‘ওয়ান ওয়ে’। ইফতেখার চৌধুরী পরিচালিত এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে আনিসুর রহমান মিলন ও বাপ্পিকে। এদিকে সম্প্রতি ববি শেষ করেছেন তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন ছবি ‘বিজলী’। এ ছবিটিও পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। এ ছবিতে বলিউডের জনপ্রিয় শিল্পী সুনিধি চৌহানের গাওয়া একটি গানের অংশ শনিবার রাতে ইউটিউবে প্রকাশ করা হয়। এ গানটিতে ঠোঁট মিলিয়েছেন অভিনেত্রী ববি। এ প্রসঙ্গে তিনি মানবজমিনকে বলেন, এটা সত্যিই অন্যরকম একটা অনুভূতি। সুনিধি আমার পছন্দের একজন শিল্পী। তার গাওয়া গানে বলিউডের কাটরিনা, আনুশকার মতো তারকারা এতদিন ঠোঁট মিলিয়েছেন। এবার তার গাওয়া গানে ঠোঁট মেলানোর সুযোগ হলো আমার। কিছুদিন আগে মুম্বইয়ের ওয়েস্ট আন্ধেরির ওয়াও অ্যান্ড ফ্লুটার স্টুডিওতে এর রেকর্ডিং হয়েছে। গানটির কথা লিখেছেন মুম্বইয়ের রবি বাসনেত। সুর ও সংগীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ূন। ইউটিউবে প্রকাশ করা গানটির কথাগুলো হচ্ছে এমন ‘যা আজ থেকে হয়ে গেল/ হয়ে গেল ঠিকানা, কানে কানে তোর কথা বলে যায় এই হাওয়া’। গানটি প্রকাশের পর বেশ সাড়া পাচ্ছি। উল্লেখ্য, ২০১৪ সালে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ ছবিতে ‘বন্ধন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন সুনিধি। এবার ‘বিজলি’ ছবিতে তিনি কণ্ঠ দিলেন। বব স্টার ফিল্মস প্রযোজিত এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ববি, আহমেদ রুবেল, ইলিয়াস কাঞ্চন, দিলারা জামান, কলকাতার অভিনেত্রী শতাব্দী রায় প্রমুখ।