বালাগঞ্জে প্রথম বঙ্গবন্ধু ফুটবল টুনামেন্টের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১১:২০ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জ উপজেলা ক্রীড়াসংস্থার উদ্যোগে প্রথম বঙ্গবন্ধু কাপ ফুটবল টুনামেন্টের উদ্বোধন করেন উপজেলা ক্রীড়াসংস্থার সভাপতি ইউএনও এটিএম আজহারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদাল মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়াসংস্থার সেক্রটারি ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, সংস্থার সহ সভাপতি ও বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ মতিন, পশ্চিম গৌরিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমিরুল ইসলাম মধু, পূর্ব গৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিম, বালাগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মোঃ মাখন মিয়া, বালাগঞ্জ ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল হাফিজ রেনু, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম,বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ক্রীড়াসংস্থার সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রজত দাস ভুলন, কুশিয়ারা কূলের প্রকাশক হুসাইন আহমদ, বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাবউদ্দিন শাহীন, টুনামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও ক্রীড়াসংস্থার যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জুনেদ মিয়ার সভাপতিত্বে ও ধারা ভাষ্যকার আব্দুল নুর জুয়েল, রুহুল আমিন, আলী হোসেন রানা ও সাইদুল ইসলামের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্টান ও খেলা অনুষ্টিত হয় উদ্বোধনী খেলায় শাপলা স্পোটিং ক্লাব – এ ও কাশিপাড়া স্পোটিং মধ্য ড্র হয়। খেলাটি পরিচালনা করেন আছাব আলী, কওছর আহমদ, আলাল মিয়া, আহাদ আলী। খেলায় অন্যন্যদের মধ্য উপস্থিত ছিলেন সমাজসেবী হাজী আলাউদ্দিন, সাবেক ফুটবলার ও টুনামেন্ট পরিচালনা কমিটির সদস্য আইনুর আহমদ রুমন, ইমরানুর রহমান এমরান,ম আ মুহিত, প্রদীপ দাস, দুলু মিয়া, হোছন মিয়া, যুবলীগের মাহমুদ হোসেন মাছুম, আজিজুল হক বাসির, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমির আলী, সাবেক খেলোয়াড় মিন্টু দেবনাথ, ছাত্রলীগ নেতা শাহ আলম সজিব, আব্দুর রকিব জুয়েল, ব্যবসায়ি আব্দুর রব আকাশ, খেলোয়াড় আন্জব আলী, মাসুদ আহমদ, রুহেল আহমদ সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। টুনামেন্টে মোট ৩২ টি দল অংশ গ্রহন করছে। মাঠ সংস্কারের জন্য উপজেলা পরিষদের পক্ষ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া পঞ্চাশ হাজার টাকা ও তিনির ব্যক্তি পনের হাজার টাকা, পশ্চিম গৌরিপুরের ইউপি চেয়ারম্যান ও টুনামেন্টের প্রতিটি ম্যাচের ম্যান অব দা ম্যাচের পুরস্কার দাতা আলহাজ্ব আমিরুল ইসলাম মধু পচিশ হাজার টাকা, সমাজসেবী হাজী আলাউদ্দিন দশ হাজার টাকা, আব্দুল হাফিজ রেনু ও মোঃ মাখন মিয়া পাচহাজার টাকা প্রদানের ঘোষনা দেন। মাঠে ব্যপক দর্শকের সমাগম ঘটে। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন করা হয়। মাঠে ডিসপ্লে করা হয়।