সাংবাদিক মহিউদ্দিন শিরু’র মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যাক্তিত্ব মহিউদ্দিন শিরু’র ৭তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ সেপ্টেম্বর রোববার। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালনের উদ্যোগ নেয়া হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ১০টা হতে দরগায়ে হযরত শাহজালাল (রঃ) মাজার প্রাঙ্গণে খতমে কোরআন, বাদ জোহর মিলাদ মাহফিল ও দোয়া এবং পরে কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন।
বালাগঞ্জের সন্তান মহিউদ্দিন শীরু ২০০৯ সালের এই দিনে (২৫ সেপ্টেম্বর) মাত্র ৫৪ বছর বয়সে মারা যান। তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী আবুল মাল আবদুল মুহিতের প্রেস কমিটির সভাপতি ছিলেন। তিনি ২০০৩ সালে সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচনে ও ২০০৮ সালে দ্বিতীয় মেয়র নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
মহিউদ্দিন শীরু ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ বিভাগে এম এ পাশ করেন। ১৯৭৩ সাল থেকেই দেশের প্রাচীনতম পত্রিকা সাপ্তাহিক যুগভেরীর মাধ্যমে তার সাংবাদিকতা শুরু। এরপর তিনি বিভিন্ন সময় দৈনিক সিলেটবাণী, দৈনিক বাংলার বাণী, সাপ্তাহিক জালালাবাদ, সাপ্তাহিক সিলেট সংবাদ, বাংলাদেশে সংবাদ সংস্থা ও ঢাকার দৈনিক জাগরণ এবং লন্ডনের সুরমা, পূবদেশ ও সাপ্তাহিক পত্রিকায়, (লন্ডন সফরকালে সম্পাদনা বিভাগেও) কাজ করেন।
তার সম্পাদনায় ১৯৮৭ সালে সাপ্তাহিক গ্রাম সুরমা ও ১৯৯২ সালে দৈনিক সুদিন প্রকাশিত হয়। সর্বশেষ তিনি দি নিউজ টুডের সিলেট বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন।
১৯৭২ সাল থেকে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন মহিউদ্দিন শিরু। ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ভূমিকা পালন করেন ছাত্রলীগের কর্মী হিসেবে। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিলেট জেলা কমিটির সদস্য হন। ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী শাহ আজিজুর রহমানের নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। ২০০১ সালে তিনি জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হন।