আজ সিলেটে ফুটবল যুদ্ধের আনুষ্ঠানিক দামামা
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ৩:২৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-ফুটবল। দেশের সবচেয়ে বড় ফুটবল আসর। দেশসেরা সব ক্লাব এই আসরের চ্যাম্পিয়ন হওয়ার যুদ্ধে নামবে। এবার সেই যুদ্ধ বসছে সিলেট জেলা স্টেডিয়ামে। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে খেলা।
সেরাদের সেরা হওয়ার এই ফুটবল যুদ্ধের দামামা সিলেটে আজ শুক্রবার থেকেই আনুষ্ঠানিকভাবে বেজে ওঠবে। আজ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী কনসার্ট। ২শ’ টাকার টিকেট ক্রয় করে সাধারণ দর্শকরা উপভোগ করতে পারবেন ফুটবল বিপিএলের সিলেট পর্বের জমজমাট উদ্বোধনী কনসার্ট।
কনসার্টে খ্যাতনামা শিল্পী মমতাজ, আইয়ুব বাচ্চুসহ দেশসেরা শিল্পীরা পারফর্ম করে মাতিয়ে তুলবেন জেলা স্টেডিয়াম। কনসার্টের জন্য বিকাল সাড়ে ৪টায় খুলে দেওয়া হবে স্টেডিয়ামের প্রবেশ গেইট।
গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা ক্রীড়া সংস্থার হলরুমে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
পরে বিকেল ৩টায় ফুটবল বিপিএলকে স্বাগত জানিয়ে সিলেটে বর্ণাঢ্য র্যালি করেছে সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। জেলা স্টেডিয়াম থেকে র্যালিটি শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, বাফুফের কেন্দ্রীয় সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম।
লিখিত বক্তব্যে তিনি বলেন- সিলেটবাসী অতীতের সুনামের সহিত আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করেছে। এবারো তার ব্যতিক্রম হবে না। সুষ্ঠুভাবে প্রিমিয়ার লিগের সিলেট পর্ব অনুষ্ঠিত হবে।
দেশের ঐতিহ্যবাহী ক্লাবগুলোর লড়াই মাঠে এসে উপভোগ করার আহ্বান জানিয়ে তিনি ফুটবল বিপিএলের সিলেট পর্ব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা চান।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জয়নাল আবেদীনের পক্ষে উপস্থিত এডিসি জেনারেল শহীদুল ইসলাম বলেন- নিরাপত্তার বিষয়ে প্রশাসন কোনোভানেই আপোস করবেনা। নিরাপত্তার ব্যাপারে সিলেট মেট্টোপলিটন পুলিশের এডিসি মিডিয়া রহমত উল্লাহ বলেন- ফুটবল বিপিএলের সিলেট পর্ব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষ্যে নগরীতে পুলিশের ১২টি টিম কাজ করবে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়- বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের সিলেট পর্বে রোববার ১ম ম্যাচে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনান ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, দ্বিতীয় ম্যাচে ঢাকা আবহানী লি. বনাম শেখ রাসেল ক্রীড়াচক্র লি.।
প্রায় ১৮ হাজার দর্শক ধারণক্ষমতার এ স্টেডিয়ামে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট পর্বে। প্রতিদিন দু’টি করে খেলা হবে। বিকাল সাড়ে ৪ টায় প্রথম ম্যাচ ও সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
এবার সিলেটের দর্শকদের জন্য দেশসেরা ফুটবল আসরে দেশসেরা সব দলের লড়াই দেখার সুযোগ। যার জন্য এখন মাঠে বল গড়ানোয় অপেক্ষায় সিলেট। তবে এক্ষেত্রে আয়োজক কর্তৃপক্ষের কিছুটা গাফিলতিও প্রত্যক্ষ করা যাচ্ছে। এতো বড় একটি টুর্নামেন্টের জন্য নেই তেমন কোনো প্রচার-প্রচারণা। বুধবার থেকে মাইকিংয়ের কাজ শুরু করা হলেও তা যথেষ্ট নয় বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।
বিষয়টি নিয়ে কথা হয় সিলেটের কয়েকজন ক্রীড়াপ্রেমীর সাথে। তারা বলেন- সিলেটে ফুটবলের জনপ্রিয়তার বিষয়ে নতুন করে কিছুই বলার নেই। এখানকার মানুষ ফুটবলের জন্য নিবেদিতপ্রাণ। এবার দেশের সবচেয়ে বড় ফুটবল আসর বসছে সিলেটে। এ জন্য বেশি করে প্রচারণার দরকার ছিল। কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমেদ সেলিমও সংবাদ সম্মেলনে স্পন্সর প্রতিষ্ঠানের দোষ দিয়ে প্রচারণার গাফিলতির বিষয়টি স্বীকার করে বলেন- ‘আরো কয়েকদিন আগে থেকে প্রচারণা হলে ভালো হতো। তবে কনসার্টের মাধ্যমে প্রচারণার ঘাটতি কিছুটা পূরণ হবে।’
বিপিএল ফুটবলের জন্য সিলেট জেলা স্টেডিয়াম এখন পুরোমাত্রায় প্রস্তুত। গত দু-তিন দিন বৃষ্টি হওয়ায় মাঠকে খেলার উপযোগী রাখতে কঠোর পরিশ্রম করেছেন গ্রাউন্ডম্যানরা। এছাড়াও স্টেডিয়ামের প্রেসবক্স, খেলোয়াড়দের ড্রেসিংরুম, ভিআইপি বক্স ও সাধারণ গ্যালারি ধুয়ে-মুছে পরিষ্কার করে রাখা হয়েছে জানিয়ে সেলিম বলেন- অন্যান্য বারের মত এবার সাংবাদিকদের কোনো ধরণের ঝামেলায় পড়তে হবেনা।