সিলেটে বিপিএল-এর প্রস্তুতি চূড়ান্ত, কঠোর নিরাপত্তা
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১:২৮ পূর্বাহ্ণ
ওয়েছ খছরু:
সিলেটের মাঠ বলতেই দর্শকের জোয়ার। হোক তা ঘরের ফুটবল কিংবা আন্তর্জাতিক। এ কারণে মাঠের খেলা যাই হোক- খেলা শেষে নায়ক হয়ে ওঠেন সিলেটের দর্শকরা। গ্যালারি তো উপচে পড়েছিল, দর্শকরা এসে দাঁড়িয়েছিলেন সাইড লাইনের কাছাকাছি। এমনটি দেখা গিয়েছিল বছর দুয়েক আগে সিলেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যকার আন্তর্জাতিক ম্যাচে। এবার সিলেটের দর্শক মাতাতে আসর বসছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের (বিপিএল)। সিলেট আসছে দেশসেরা শীর্ষ ১২ দল। ইতিমধ্যে সিলেটে বিপিএলের সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। গতকাল সংবাদ সম্মেলনে সব প্রস্তুতির কথা জানালেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম। তিনি বলেন, আয়োজনের কোনো ঘাটতি নেই। সব প্রস্তুতি চূড়ান্ত। এখন শুধু খেলার অপেক্ষা। সিলেটবাসী আগামী রোববার থেকে ঘরের মাঠে দেখতে পারবেন বিপিএলের খেলা। তবে, মাঠ প্রস্তুতিতে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। প্রতিরাতেই সিলেটে বৃষ্টি হচ্ছে। এ কারণে কিছুটা বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন মাহিউদ্দিন আহমদ। তবে, প্রচারণা নিয়ে মাহি সেলিম কিছুটা ক্ষোভ জানালেন। বলেন, ১৯ তারিখ জানিয়ে দেয়া হলো প্রচারণা চালাতে। সেটি আরও আগে থেকে করার প্রয়োজন ছিল। কিন্তু হলো না। তবে, এই কদিনে প্রচারণায় ব্যাপক সাড়া ফেলেছে। এদিকে, গতকাল বিকালে বিপিএলকে স্বাগত জানিয়ে সিলেটে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে স্টেডিয়াম প্রাঙ্গণে শেষ হয়।
গতকালের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহীদুল ইসলাম চৌধুরী, জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-২০১৬ এর চীফ কো-অর্ডিনেটর শাকিল মাহমুদ চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য বিজিত চৌধুরী ও এডভোকেট নিজাম উদ্দিন এবং সংস্থার কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন। সংবাদ সম্মেলন শেষে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানিয়েছেন, এবার সিলেটে নিরাপত্তার কোনো ফাঁক থাকছে না। খেলা চলাকালে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। আর কো-অর্ডিনেটর শাকিল মাহমুদ চৌধুরী জানান, বিপিএলকে আকর্ষণীয় করে তুলতে সিলেটে আজ শুক্রবার কনসার্টের আয়োজন করা হয়েছে। সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত এ কনসার্টে দেশের শীর্ষ শিল্পীরা উপস্থিত থাকবেন। দেশের শীর্ষ ক্লাবগুলোর ক্রীড়ানৈপুণ্য উপভোগ করতে সিলেট জেলা স্টেডিয়ামে আগত দর্শকদের বিভিন্ন নির্দেশনা দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। ক্রীড়াপ্রেমীদের অবগতির জন্য নির্দেশনাগুলো নিচে উল্লেখ করা হলো, জননিরাপত্তার বিষয়টি বিশেষ বিবেচনায় এনে সিলেট স্টেডিয়াম মার্কেট ২৩, ২৫, ২৬, ২৭, ২৯, ৩০শে সেপ্টেম্বর ও ১লা অক্টোবর ২০১৬ এই সাত দিন বন্ধ থাকবে, ভিআইপিদের গাড়ি মদন মোহন কলেজে পার্কিং করতে হবে, স্টেডিয়ামে আগত দর্শকবৃন্দের গাড়ি সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে পার্কিং করতে হবে, সিলেট জেলা স্টেডিয়ামের আশপাশে কোনো ধরনের গাড়ি পার্কিং করা যাবে না, দর্শকবৃন্দ কোনো ধরনের ব্যাগ, বোতল জাতীয় পদার্থ, টিফিন ক্যারিয়ার তথা ছুঁড়ে মারার মতো কোনো জিনিস নিয়ে গ্যালারিতে প্রবেশ করতে পারবেন না, সিগারেট, দিয়াশলাই বা দাহ্য জাতীয় কোন পদার্থ নিয়ে গ্যালারিতে প্রবেশ করতে পারবেন না। -মানবজমিন