বালাগঞ্জে সমাজকর্মী আব্দুল আজিজ মাসুকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১২:১০ পূর্বাহ্ণ
বালাগঞ্জ সংবাদদাতা:
আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য, সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদ রিয়াদের সিনিয়র সহ-সভাপতি, গ্রাণ্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টের বোর্ড অব ডাইরেক্টর, সিলেট ডেল্টা স্পেশালাইজড হসপিটালের ডাইরেক্টর, মোরারবাজারস্থ নেহার কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী, বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুক বালাগঞ্জের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা পরিদর্শন করেছেন। গত ১৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে তিনি উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের দেওয়ান বাজার জামে মসজিদ, আলাপুর নূরে আলা জামে মসজিদ এবং আলহাজ্ব আব্দুল কাইয়ুম আব্দুল ওয়াছেহ তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের অর্থায়নে দেওয়ান বাজার জামে মসজিদে নির্মিত সীমানাপ্রাচীর, অযুখানা প্রভৃতি অবকাঠামো নির্মাণ কাজ প্রত্যক্ষ করেন এবং ট্রাস্টের পক্ষ থেকে আলাপুর নূরে আলা জামে মসজিদের ফ্লোর পাকাকরণের ঘোষণা প্রদান করেন। এ সময় তিনি স্থানীয় দেওয়ান বাজারস্থ আলহাজ্ব আব্দুল কাইয়ুম আব্দুল ওয়াছেহ তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় এক মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময়কালে তিনি এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে পড়ালেখাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং সামাজিক ও শিক্ষামূলক যে কোন প্রয়োজনে সহযোগীতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফম শামীম, সাবেক ইউপি সদস্য আব্দুল বশির, গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, সমাজকর্মি মুজিবুর রহমান, সেবুল আহমদ, মনির মিয়া, ছমির মিয়া, ইউনুছ আলী, ময়না মিয়া প্রমুখ।