সিলেটে ছাত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন শিক্ষক, কারাগারে পাঠালো আদালত
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট নগরীর শাহী ঈদগাহের দলদলি চা-বাগানে নিজের ছাত্রীকে নিয়ে ‘ঘুরতে’ যাওয়ায় এক ব্যক্তিকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে নগরীর দলদলি চা বাগান থেকে ছাত্রীসহ ওই ব্যক্তিকে আটক করে তিনদিনের কারাদন্ড প্রদান করে আদালত।
সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম নাম মাওলানা বাহারুল উদ্দিন (৩০)। তিনি কানাইঘাটের রাজাগঞ্জ গ্রামের মুহম্মদ আব্দুন নুরের ছেলে ও নগরীর ঝর্ণারপাড় এলাকায় বাসা ভাড়া করে থাকতেন। বাহার ওই এলাকায় টিউশনি করাতেন বলে জানা গেছে।
সিলেট বিমানবন্দর থানার সহকারী কমিশনার মোনাজ্জির ইসলাম চৌধুরী বলেন, বুধবার দুপুরে বাহার তার এক ছাত্রীকে নিয়ে বেড়াতে দলদলি চা বাগানে আসেন। এসময় তার আচরণ সন্দেহজনক মনে হয় স্থানীয়দের। তারা বাহারুলকে আটক করেন।
বাহার ও ওই ছাত্রীকে আটক করে স্থানীয় জনতা বিমানবন্দর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ডেকে আনে ভ্রাম্যমান আদালতে। পরে নির্বাহী ম্যাজিস্ট্যাট মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাওলানা বাহারকে তিনদিনের কারাদণ্ড প্রদান করেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। ওই ছাত্রীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান এসি মোনাজ্জির।